স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডোবার পানিতে ডুবে রবিউল হাসান ওরফে তামিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম উপজেলার সান্দিকোনা ইউনিয়নে আটিগ্রমের আবুল হাসান রুবেলের ছেলে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খেলার ছলে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন স্থানীয় সূত্রে এতথ্য জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মৃতদেহ ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।