স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকান্ডে আলম মিয়া (৩৮) নামের এক দরিদ্র কৃষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর সাথে সুরুজ্জামান ও উল্লাদ মিয়া নামের আরো দুই কৃষকের বসত ও গোয়াল ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে তিন কৃষক পরিবারের প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং বৈদ্যুতিক শর্ট সার্কিক অগ্নিকান্ডের সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
মদন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে তিন পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে দুই বান্ডেল টিন ও ছয় হাজার করে টাকা প্রদান করা হবে। সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরণের সহযোগীতা তারা পাবেন বলে জানান তিনি।