মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে পালানোর সময় সুজন মোল্লা (২২) নামে এক চোরকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
আটককৃত সুজন গোপালগঞ্জ সদর উপজেলার রাইকখামার এলাকার মৃত সাইদুল মোল্লার ছেলে এবং বর্তমানে রাজৈরের হৃদয়নন্দি গ্রামের ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (সেপ্টেম্বর-৫) রাতে সুজন ও ফয়সালসহ তিন চোর যাত্রী সেজে কদমবাড়ি থেকে ইজিবাইক চালক রফিকুল শেখকে টেকেরহাট আসার জন্য ৩শ টাকায় ভাড়া করে। পথিমধ্যে সেনদিয়া বাজারে আসলে রফিকুলকে অচেতন করে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় চোরচক্র। এসময় দেখতে পেয়ে ধরার জন্য ধাওয়া করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। টের পেয়ে টেকেরহাট শিমুলতলা এসে চলন্ত ইজিবাইক থেকে লাফিয়ে দুই চোর দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে চোরাইকৃত ইজিবাইকসহ এক চোরকে আটক করতে সক্ষম হয় স্থানীয় জনগণ।
পরে রাত ৯টার দিকে রাজৈর থানায় খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে আটককৃত সুজনকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী ইজিবাইক চালক রফিকুল রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ঘোষালকান্দি গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার বলেন, এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
