স্টাফ রিপোর্টার : নেত্রকোনার আটপাড়া উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় রাসেল মিয়া (১৩) নামে স্কুল পড়ূয়া এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত রাসেল উপজেলার মাটিকাটা গ্রামের মো. আলকাছ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্থানীয় সুত্রে জানা গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কের মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা পিকাআপ ভ্যান চালককে আটক করে পুলিশে সোপার্দ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকা থেকে পিকআপ ভ্যানটি উপজেলার নাজিরগঞ্জ বাজরের উদ্দেশ্যে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেত্রকোনা-মদন আঞ্চলিক সড়কে মাটিকাটা এলাকায় রাসেল মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী পিকআপের চালক গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাসেলকে ধাক্কা দিয়ে গাছের সাথে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হন। পরে স্থানীয় উত্তপ্ত জনতা পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশকে খবর দেন।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন দাস পিকআপের চাপায় শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী কর্তৃক আটক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।