স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে আড়াই বছরের সায়েম নামে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। সায়েম উপাজেলার খারনৈ ইউনিয়নের তেলিগাঁও গ্রামের সাঈদ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ির সামনের পুকুর থেকে সায়েমের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, পরিবারের অগোচরে সকালে কোন এক সময় সায়েম বাড়ির পুকুরে পড়ে যায়। সকাল থেকে সায়েমের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির শুরু করেন। এক পর্যায়ে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে সায়েমকে ভাসতে দেখেন তারই সহোদর বড় ভাই নাঈম (১০)। তার ডাক-চিৎকারে স্থানীয়দের সহায়তায় সায়েমকে উদ্ধার করে পরিবারের লোকজন কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা আক্তার সাবা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।