কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : আগস্টে মাসব্যাপী কর্মসূচী পালনের শেষ দিনে সন্ধ্যায় কালো পাতা নামানোর মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করেছে নেত্রকোনা সেক্টর কমান্ডারস্ ফোরম।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা পৌরশহরের তেরি বাজারস্থ সেক্টর কমান্ডারস্ ফোরামের কার্যালয়ের সামনে কালো পতাকা নামান সেক্টর কমান্ডারস্ ফোরমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুজ্জোহা।
এর আগের সেক্টর কমান্ডারস্ ফোরামের সাংস্কৃতিক বিষযক সম্পাদক শিল্পী ভট্টাচার্যে সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর অবদান ও শোকাবহ ১৫ আগস্টের ঘটনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নেত্রকোনা সেক্টর কমান্ডারস্ ফোরামে সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামছুজ্জোহা, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারণ সাম্পাদক অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক গাজী মর্তুজা কামাল প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন নেত্রকোনা সেক্টর কমান্ডারস্ ফোরামের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ এ সংগঠনের সদস্য-সদস্যাবৃন্দ।