স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুকে খাওনোা জন্য বাঁশের পাতা আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন কিতাব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষক। তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে এবং দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।
সোমবার দুপুরে নিজ বাড়ির পেছনে বাঁশঝাড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান কিতাব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুকে খাওয়ানোর জন্য বাঁশঝাড়ে বাঁশের পাতা সংগ্রহ করতে যান। এসময় বাঁশঝাড়ের পল্লী বিদ্যুৎের সঞ্চালন লাইনের সাথে কয়েকটি বাঁশের মাথা (আগা) বিদ্যুতের তারের সংস্পর্শে থাকায় তিনি বিদ্যুতায়িত হন। বৈদ্যুতিক শকে ঘটনাস্থলে নিহত হন বৃদ্ধ ওই কৃষক।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যারা বিনা তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে। ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে পরবর্তী ইনাইনুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।