কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় বাবার লাঠির আঘাতে নেশাগ্রস্থ ছেলে আব্দুল হকের (৩০) মৃত্যু হলে লাশ ঘরের বারান্দায় পুঁতে রাখেন পিতা। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নে তিতারজান গ্রামে।
এ ঘটনায় নিহতের বাবা আমজাদ আলী (৬৫) ও মা রাবেয়া খাতুনকে (৫৮) আটক করেছে থানা পুলিশ। নিহতের বাবা-মা এবং বড় দুই বোন ও এক ভাই তারা সকলে ঢাকায় থাকেন। আব্দুল হক পরিবারের অন্যান্য ভাই বোনের মধ্যে সকলে ছোট ও আব্দুল হক গ্রামের বাড়িতে থাকতেন। কয়েক দিন আগে নিহতের বাবা-মা গ্রামের বাড়িতে আসেন এবং নিহতের মা-বাবা তারা দুজনে ঢাকায় যখন যে কাজ পান তা করে জীবিকা নির্বাহ করেন।
রবিবার দুপুর দেড়টার দিকে মাটি থেকে লাশ উদ্ধার করে বিকেলের দিকে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শনিবার দিনগত মধ্যরাত ১১টার দিকে নিহতের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
কাকৈরগড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ জানান, স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলে আজ (রবিবার) সকাল ১১টার গিয়ে নিহতের বাড়ি গিয়ে যায়। আমজাদ আলী মাথায় হাত দিয়ে বসে আছেন ও রাবেয়া খাতুন শুয়ে রয়েছেন। বাড়িতে শুনশান নিরবতা বিরাজ করছিল। পরে আমজাদ আলীকে জিজ্ঞেসে করলে তিনি (আমজাদ) আমাকে (চেয়াম্যানকে) তাদের টিনের ঘরের বারান্দার ছোট একটি রুমে মাটি চাপা দেয়ার স্থানটি দেখান। পরে বিষয়টি নিয়ে আমাজাদ আলীকে জিজ্ঞেস করলে আমাকে (চেয়ারম্যান) জানায়, গত ১৪-১৫ যাবত যাবৎ নেশা করে আব্দুল হক। গ্রামের বাড়িতে আসলে বাবা-মাকে অত্যাচার করে ছেলে।
এ নিয়ে আমজাদ আলী (নিহতের বাবা) ছেলেকে নেশা কবল থেকে বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ ও মামলা করে অনেক টাকা খরচ করেছে।আবার কয়েদিন পর পর জেল থেকে বের হয়ে আবার মা-বাবাকে অত্যাচার করে। গত শনিবার রাতে আব্দুল হক তার মাকে মারধর শুরু করে। ফেরাতে গেলে ছেলে (আব্দুল হক) তার বাবার উপর চড়াও হয়। পরে আমজাদ আলী ছেলেকে শাসন করার সময় লাঠির আঘাতে আব্দুল হক মারা যান। পরে কি থেকে করবে না বুঝে বিষয়টি চাপা দিতে মাটিতে পুঁতে ফেলেছে বলে চেয়ারম্যানকে এসব কথা জানিয়েছে নিহতের বাবা (আমজাদ আলী)। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানায়।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, সকাল ১১টার দিকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা এবং এ কাজে ব্যবহৃত মাটি খুঁড়ার কুদালটি জব্দ করা হয়েছে। বিকেলের মধ্যে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের বাবা আমজাদ আলী ও মা রাবেয়া খাতুনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।