স্টাফ রিপোর্টার : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় সীমানা প্রাচীর ধসে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুুপুরে দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনায় তাফসিয়া (১১) নামে শিশুকে গুরুতর আহত অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালের চিকিৎসক।
অন্যান্য আহতেরা হলেন- আব্দুল্লাহ (৯), জোৎস্না (৪৫), রনি (৩০), উম্মে সানি (৪) ও তাফসিমা (১১) এদের নাম জানা গেলেও আরেকজনের নাম জানা যায়নি।
জানা যায়, ঘোষপাড়া খালে অন্তত ১০-১২ জন বড়শি দিয়ে মাচ ধরছিলেন। দুুপুরের দিকে আকস্মিকভাবে খালপাড় সংলগ্ন সীমানা দেয়াল ধসে পড়ে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন লিংকন জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাফসিমার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।