কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নেত্রকোনা বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের সতশ্রী এলাকায় দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মারা যান পুলিশের এ কর্মকর্তা।
নিহত এসআই হাবিব ময়মনসিংহের ধোবাউরা উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন। গত প্রায় এক বছর আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্ত্রীও মারা গিয়েছেন। তিনি নেত্রকোনার বারহাট্টা থানায় কর্মরত ছিলেন।
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, অফিসিয়াল কাজ শেষে হাবিবুর রহমান নেত্রকোনা থেকে বারহাট্টা থানায় আসতেছিলেন। নেত্রকোনা সদর থানাধীন নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সতশ্রী নামক স্থানে আসলে রাত আনুমানিক ৮টার দিকে মালবাহী তিন চাকা ভ্যান রিকশার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে ভ্যানচালক পলাতক রয়েছে। তাকে পাওয়া গেলে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল তার প্রকৃত কারণ জানা যেত।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় হাবিবের। মরদেহ ময়মনসিংহ থেকে নিয়ে নেত্রকোনায় নিয়ে আসা হবে।