স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে মসজিদের ছাদের ওপর থেকে লাটিম পারতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নূর হাসান (১১) নামে এক এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার আদর্শনগর বাজারে এ ঘটনা ঘটে। নূর হাসান পাবই গ্রামের সাবদুল মিয়ার ছেলে। সে আদর্শনগর দারুলউলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
সুয়াইর গ্রামের তারেক চৌধুরী জানায়, আদর্শনগর বাজারে মাদ্রাসার পাশেই মসজিদ রয়েছে। খেলা করার সময় কেউ একজন নূর হাসানের লাটিমটি মসজিদের ছাদে ছুঁড়ে ফেলে দেয়। লাটিম আনতে গেলে ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারে তার মাথায় শক লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোনাহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।