কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ১৭ লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত চোরাচালনী কাপড়ের মধ্যে রয়েছে ১৭০ পিস লতিকা শাড়ী, ১৪০ পিস শানজানা শাড়ী ও ১৩০ পিস জামদানী শাড়ী। তবে এ অভিযানে কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্ত এলাকায় বারমারী বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির নায়েবে সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের টহল দল দায়িত্ব পালনরত অবস্থায় ছিল। আজ (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টার দিকে ১১৬২/১-এস নং সীমান্ত পিলার হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক স্থান হতে বিপুল পরিমাণ বিভিন্ন রকমের ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবির টহল দলটি।
জব্দকৃত কাপড়ের সিজার মূল্য ১৭ লক্ষ পাঁচ হাজার টাকা এবং চোরাচালানী এসব মালামাল জেলা কাষ্টমস অফিসে হস্তান্তর করা হবে জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।