কে. এম. সাখাওয়াত হোসেনে (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় একটি পিক-আপ ভ্যান ভর্তি ভারতীয় কাপড়সহ মো. আবুুল হোসেন (৩৫) নামে এক ভ্যান চালককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। চালক আবুল হোসেন গাজীপুর কাপাসিয়া উপজেলার হাড়িহাদি গ্রামের মো. আ. মান্নানের মিয়া ছেলে।
জব্দকৃত চোরাচালানী কাপড়ের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, ত্রিপিস ও লেহেঙ্গা এবং এগুলো গণনা শেষে আটককৃতকে বুধবার বিকেলে আদাতে পাঠানো হবে। এসব চোরাচালানী কাপড়ের আনুমানিক প্রায় ১৩ লক্ষ টাকার মতো হবে বলে জানান ডিবির ওসি এ.টি.এম. মাহমুদুল হক।
তিনি আরো বলেন, গোপন সংবাদে আজ (বুধবার) সকালে জেলার পূর্বধলা উপজেলায় বিরিশিরি-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এসময় পূর্বধলার চৌরাস্তা এলাকা থেকে পিক-আপ ভ্যান ভর্তি চোরাচালানী পণ্যসহ এর চালক আবুল হোসনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। চোরাচালানী এসব পণ্য গণনা শেষে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।