স্টাফ রিপোর্টার : নেত্রকোনা দুর্গাপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যমানের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৪ হাজার ৯০০ পিস ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ। বিজিবির এ অভিযানে কোন চোরাকারীকে আটক করতে পারেনি।
রবিবার (২২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায় লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে জানা যায়, নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নের সীমান্তে ভরতপুর বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। শনিবার দিনগত রাত দেড়টার দিকে এই বিওপির নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলাম খাঁনের নেতৃত্বে ১০ সদস্যের বিজিবির একটি টহল দল দায়িত্বরত অবস্থায় ছিল। এসময় সীমান্ত পিলার ১১৬৭/৭-এস নং হতে আনুমানিক চারশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীরকোণা নাম স্থান হতে ১৪ হাজার নয়শ’ পিস ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ জব্দ করে টহল দলটি।
জব্দকৃত এসব চোরাচালানী পণ্যের সিজার মূল্য ৩৭ লক্ষ ২৫ হাজার টাকা এবং এগুলো জেলা কাষ্টমস্ অফিসের জমা দেয়া হবে। তবে এ অভিযানে কোনা চোরাকারবারীকে আটক করা যায়নি ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।