স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে মো. সুলতান মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এরআগে শনিবার দিনগত রাত ১১টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মো. সুলতান মিয়া উপজেলার ফুলপুর গ্রামে মৃত আসন আলীর ছেলে। তিনি গাজীপুর টঙ্গী চেরাগ আলী মার্কেটে একটি বেকারিতে চাকুরি করতেন। সেখানে তিনি স্ত্রী পরভীন আক্তার (২৮) ও চার সন্তান নিয়ে বসবাস করতেন।
নিহতের বড় ভাই রুক্কু মিয়া (৩৮) জানান, সুলতান মিয়া গত ২০ আগস্ট (শুক্রবার) গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসার কথা ছিল। পরের দিন শনিবার সকাল সাড়ে ৭টার দিকে (রুক্কু মিয়া) জানতে পারেন তার ছোট ভাই দুর্গাপুরের চারিখাল গ্রামের চারিখাল মক্তব্যে বিষপানে ছটফট করতেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন কিটনাশকের (বিষ) খালি বোতল পড়ে রয়েছে। ছোট ভাইকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে মারা যান সুলতান। সুলতান দীর্ঘদিন ধরে বুকের ব্যাথ্যায় ভোগছিলেন মৃতের ভাইয়ের কাছ এতথ্য জানা গেছে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।