স্টাফ রিপোর্টার : মুজিব বর্ষের কর্মসূচী হিসাবে ও জাতীয় শোক দিবসে নেএকোণা জেলায় আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র মহাপরিচালকের নির্দেশনায় দেশের সকল উপজেলায় বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে নেএকোণা জেলার পূর্বধলা উপজেলায় আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক আসলাম শিকদার শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা সহকারি কমিশান (ভূমি) নাসরিন আক্তার সেতু, জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম সেতু ও আবদুর রাজ্জাক রাজু, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম সহ আরো অনেকে।