মোঃ রোমান বেপারী, কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও ডাসার আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যােগে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রোববার (আগস্ট-১৫) সকালে সীমিতকারে দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত পুস্পমাল্য অর্পন,শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট সকল শহীদের দিয়ে হত্যাকান্ডের আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম, কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন, যুবলীগ নেতা শাহাদাত সরদার। অপরদিকে ডাসারে কর্মসুচিতে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্নআহ্বায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, মতিন হাওলাদার, আবুল কাশেম, বিদ্যুৎ কান্তি বাড়ৈ, কৃষকলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন ফকির মিঠু ও অফিসার ইনর্চাজ কালকিনি ও ডাসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।