মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে শশুর বাড়ির লোকজন নিয়ে বড় ভাই মোঃ জাকির মোল্লা(৪০)ও ভাবী মোসাঃ লাকি বেগম(৩০)কে কুঁপিয়ে হত্যার চেষ্টা করেন আপন ছোট ভাই মোঃ মামুন মোল্লা। বুধবার (আগস্ট-১১) সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুত্রের বিরুদ্ধে পিতা মোঃ আবুল কাসেম মোল্লা বাদী হয়ে ডাসার থানায় মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলার ১ নং আসামী সরোয়ার ঘরামী(৬০) কে গ্রেফতার করেন।
এলাকাবাসী, পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঙ্গুগিয়াকুল গ্রামের মোঃ আবুল কাসেম মোল্লার দুই ছেলের মাঝে বিল্ডিং ঘর ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ছোট ছেলে মোঃ মামুন মোল্লা(২৬)তার শশুর বাড়ির লোকজন নিয়ে আপন বড় ভাই ও ভাবীকে হত্যা করার উদ্দের্শে দা ও ছোড়া কুঁপিয়ে থাকে। পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজনের ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসি আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পিতা নিজেই বাদী হয়ে নিজের ছেলে,ছেলে বউ,বেয়াই,পুত্রার নাম উল্লেখ করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী পিতা আবুল কাসেম ও মাতা রোকেয়া বেগম বলেন, আমার দুই ছেলের সাথে বসত ঘর ভাগাভাগী নিয়ে অনেক দিন যাবত বিরোধ চলে আসছে। আমার ছোট ছেলে, ছেলের বউ আখি বেগম ফোন করে তার বাবা ও ভাইকে ডেকে এনে আমার বড় ছেলে জাকির ও ছেলের বউ লাকিকে হত্যা করার জন্য দা ও ছুরি দিয়ে কুঁপিয়েছে।
তিনি আরও বলেন, গত কাল রাঁতে আমি যে মা আমাকে ছোট ছেলে মামুন গলা চেঁপে ধরে। তাই ন্যায় বিচারের জন্য ছেলে ওছেলের শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দিয়েছি।
এ ব্যাপারে উক্ত মামলার দায়িত্ব থাকা ডাসার থানার এসআই হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের বিরুদ্ধে পিতা নিজেই ডাসার থানায় এসে একটি মামলা দায়ের করেন। দায়ের কৃত মামলার ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।