হিজাব না পরায় দুই নারীর ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইরানি ব্যক্তির উপর। জানা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে উরমিয়া শহরে এই হামলা ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ওই দুই নারী। খবর আল আরাবির।
গণমাধ্যমটি জানিয়েছে, ‘অ-ইসলামি’ পোশাক পরায় প্রথমে ওই দু’জন নারীকে হেনস্থা করেন অভিযুক্ত ব্যক্তি। পরে ওই নারীদের সঙ্গে ওই চালকের বিবাদ হতেই তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। তখন গুরুতর আহত হয় ওই নারীরা।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই দুই নারীর আঘাত প্রাণঘাতী নয়। তবে তাদের অবস্থা এখনও গুরুতর। হামলার পর ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু পরে তাকে খুঁজে গ্রেফতার করা হয়।