রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন নারীসহ ১০ দালাল ও প্রতারককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. হাদিউল ইসলাম (৩৫), নাইম হোসেন (৩২), মো. হুমায়ুন (৪২), মো. মোতাসিন (৩৫), মো. ডলার (৩৫), সেলিম (৩৬), মো. সাজ্জান (৫১), মুসলিমা (৪০), রোকেয়া (৫৫), ও পলি (২৮)। ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃতরা হাসপাতালে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। অনেক রোগীর কাছ থেকে পরীক্ষার নামে টাকা নিয়ে পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।