নিউজিল্যান্ড ক্রিকেটার জানিয়েছিলেন তারা দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়, খলবেন আইপিএলে। তাদের মধ্যে রয়েছেন তিন তারকা কিউই ক্রিকেটার।
তারা হলেন -কেন উইলিয়ামসন, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট। এই তিন ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এই বিষয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
গত মঙ্গলবার (১০ আগস্ট) উইলিয়ামসন, বোল্টের মত তারকারা জানিয়ে দিয়েছিলেন তারা এবার আইপিএল খেলবেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়। এই খবরের পর বেজায় চটেছেন ইনজামাম।
নিজের ইউ টিউব চ্যানেলে ক্ষুব্ধ ইনজি বলেছেন, যেখানেই পাকিস্তান সিরিজ খেলতে যায়, সেখানে প্রতিপক্ষের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে পারছেন না আমাদের ক্রিকেটাররা। গত এপ্রিলে আমরা যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়েছিলাম, তখনও সে দেশের তারকা ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন আইপিএলে।
তিনি আরও বলেন, এবারও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলে যাচ্ছেন আইপিএলে। আমার মনে হয় সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেনা আমাদের দলের ক্রিকেটাররা। আইসিসি আপনারা কি কিছু দেখছেন না?”