অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। তারা ক্রমাগত অগ্রসর হচ্ছে। একের পর এক এলাকা, প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে। মানুষজন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় রাত্রি যাপন করছে। এ অবস্থায় দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমাদজাইকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে বুধবার সরিয়ে দেওয়া হলো।
সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে, তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।