বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে চলছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী। মঙ্গলবার কক্সবাজারের একটি ক্যাম্পে ৬৪ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ শফিকে প্রথম টিকা দেওয়ার মধ্য দিয়ে তা শুরু হয়। প্রথম দিনে চার হাজারেরও বেশি শরণার্থী সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন।
বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ক গ্রুপ ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপ-আইএসসিজি এক টুইটে এ খবর নিশ্চিত করেছে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোসহ অনেকে ওই টুইটটি রিটুইট করেছেন।
ইংরেজিতে লেখা আইএসসিজি এর টুইটটির হুবহু বাংলা অনুবাদ দেয়া হলোঃ
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই মুহূর্তে করোনার টিকাদান চলছে। প্রথম দিনে ৪০০০ এরও বেশি শরণার্থী গতকাল সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন। ৫৫ বছরের বেশি ৪৮,০০০ শরণার্থীকে প্রাথমিক পর্যায়ে টিকা দেয়া হবে।