কাল থেকে আগামী ছয় দিনে, সারাদেশে প্রান্তিক পর্যায়ে ৩২ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
শুক্রবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস’এর সভাকক্ষে, সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় তিনি জানান, দ্বিতীয় ডোজ দেয়ার টিকা হাতে রেখেই নেয়া হচ্ছে কার্যক্রম। এছাড়া, আঠারো ঊর্ধ্ব অনেকেরই জাতীয় পরিচয়পত্র না থাকায়, টিকার বয়মসীমা আপাতত ২৫ বছরই থাকছে।
দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ উপলক্ষে, সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস- বিসিপিএস এর সভাকক্ষে, এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অংশ নেয়া কথা থাকলেও অনুপস্থিত ছিলেন তিনি।
পরে সংবাদ সম্মেলনে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ৭ থেকে ১২ আগস্ট ছয় দিনে সারাদেশে ৩২ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে টিকাকেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই ভ্যাকসিন গ্রহণ করা যাবে। অগ্রাধিকার দেয়া হবে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে। এছাড়া, আঠারো বছর ঊর্ধ্ব সবার এইআইডি না থাকায়, ভ্যাকসিন দেয়ার ন্যূনতম বয়সসীমা আপাতত ২৫ বছরই রাখা হচ্ছে বলে জানান তিনি। দ্বিতীয় ডোজের টিকা হাতে রেখেই এবার সবাইকে করোনার টিকার আওতায় আনা হচ্ছে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়