কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মৎস্য খামারের পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুলাইমান (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার আলোকদিয়া নামাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে।
শুক্রবার (৬ আগস্ট) সকালে সুলাইমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতারে প্রেরণ করেন বারহাট্টা থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে আলোকদিয়া নামাপাড়া গ্রামে জনৈক মো. লুৎফর রহমানের মৎস্য খামারের পুকুর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান সুলাইমান। ওই খামারের পুকুর পাড়ে বাঁশের খুঁটি সাহায্যে চারদিকে বিদ্যুৎের বাতির ব্যবস্থা ছিল। একটি বাঁশের খুঁটির গোড়ালি ভেঙে বিদ্যুৎের তার পুকুর পাড়ে পতিত অবস্থায় খাকায় ঘাস কাটার সময় অজান্তে তারের লিকেজে বিদ্যুায়িত হয়ে বিদ্যুতের তারসহ পুকুরে পড়ে যান সুলাইমান এমন ধারনা পোষন করছেন স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন দিনগত রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসেন পুলিশ।
বিদ্যুতায়িত হয়ে সুলাইমানের মুত্যু সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাত ২টার দিকে মৃতদেহটিকে থানায় নিয়ে আসা হয়। আজ (শুক্রবার) সকালে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।