মৃত সোহেলী পারভীন উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই শিক্ষিকার জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।
ওই স্কুল শিক্ষিকা নেয়ামতী মহেশপুর এলাকার ডাঃ জয়নাল আবেদিনের স্ত্রী।তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শোক ও দুঃখ প্রকাশ করেছেন।