করোনার ভ্যাকসিন নিয়ে আগামীতে আর কোন সংকট হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছার পর তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরের চালানের টিকা আসবে শুক্রবার। মোট সংখ্যা হবে ২৯ লাখ থেকে বেড়ে ৩০ লাখ ৫০ হাজার।
এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে এসে পৌঁছে।
বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শনিবার প্রথম ধাপে ২ লাখ ৪৫ হাজার ২০০টি ডোজ টিকা এসেছে।