আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বুলদাকে ‘শতাধিক’ সাধারণ মানুষকে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। দেশটির গণমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এই হত্যা চালানো হয়।
এ হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ী করছে দেশটির সরকার। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো কারণ ছাড়াই তাদের হত্যা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্ট্যানেকজাই বলেন, ‘পাকিস্তানি বসদের কথামতো তালেবানের সন্ত্রাসীরা স্পিন বুলদাকে আফগানদের বাড়িঘরে হামলা চালিয়ে নিরীহ শতাধিক মানুষকে হত্যা করেছে। এসব ঘর থেকে লুট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র। এ ঘটনা সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করেছে।’