তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পর্যটকবাহী নৌকা ও বিভিন্ন প্রকার যানবাহন কে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ জুলাই) তাহিরপুরে আগত বেশকিছু পর্যটকবাহী নৌকা সহ যানবাহনকে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এরপর নির্দেশনা অমান্য করায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহয়ান কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ০৪ টি মামলায় (০৪,গ্রুপ) পর্যটককে মোট ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। এরপর পর্যটক বহন না করার জন্য সকল নৌঘাটকে নির্দেশনা দেয়া হয়েছে এবং উপজেলায় তৎপর রয়েছে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। সকলের সহযোগিতায় তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
উল্লেখ্য,করোনা ভাইরাস এর বিস্তার রোধে সকল প্রকার পর্যটন কেন্দ্রে সরকারি নিষেধাজ্ঞা থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়ও সকল প্রকার পর্যটকের ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।