তরণী কান্ত সুমন, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০জন যাত্রী। আজ ১৮ জুলাই রবিবার সকাল ৭টার দিকে বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুর ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান মশিউর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। এবং আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছেন আমাদের উদ্ধার কর্মিরা।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment