কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মালেকা বেগম (৭৪) নামে এক বয়স্ক নারীর ভাসমান লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পূর্ব নল্লাপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত সৈয়দ আলী স্ত্রী ও দুই সন্তানের জননী এবং মানসিক ভারসাম্যহীন স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, মালেকা বেগম মানসিক ভারসাম্য থাকায় প্রায় সময় তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হতো পরিবারের লোকজনদের। আর বাঁধা অবস্থায় না থাকলে গ্রামের এলোমেলোভাবে ঘুরে বেড়াতো ওই নারী। গত শুক্রবার দিনগত রাত কোন এক সময়ে সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়। আজ (শনিবার) সকালে বাড়ির উত্তর পাশে ডোবার পানিতে বৃদ্ধ নারীকে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মৃতের লাশ পরিবারের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।