কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোফাজ্জল হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামপুর কুবরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।
জানা যায়, মোফাজ্জল ঘরে ঢুকে তাদের ফ্রিজের খোলে খাবার খোঁজে। লিকেজ বা যান্ত্রিক ত্রুটির কারণের তাদের বাড়ির ফ্রিজের বডিতে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে মোফাজ্জল বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকে। চাচী ফাতেমা ঘরে ঢুকে দেখে মোফাজ্জাল অচেতন অবস্থায় পড়ে রয়েছে। ডাক চিৎকারের বাড়ির অন্যান্য লোকজন এসে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইকরামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বে কিশোর মোফাজ্জলের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বিদ্যুৎস্পৃষ্টে কিশোরে মৃত্যুর সত্যতা নিশ্চিত বলেন, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি।