মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় এবার এতিমদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করার সময় ২৭০ কেজি চালসহ এতিমখানার সুপারকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে ওই সুপারকে জরিমানা করা হলে জরিমানার তিন হাজার টাকা দিয়ে তিনি এ যাত্রায় রক্ষা পান । এঘটনায় করোনাকালে এতিমদের জন্য বরাদ্দ কৃত চাল কালোবাজারে বিক্রির ঘটনায় লোহাগড়া উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে , সম্প্রতি নড়াইলের জেলা প্রশাসক লোহাগডা পৌর এলাকার রামপুর শাহ পজু দেওয়ান এতিমখানার এতিমদের খাবারের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। বরাদ্দকৃত চালের মধ্যে ২৭০ কেজি চাল বিক্রির জন্য রোববার (১২ জুলাই) দুপুরে ওই এতিমখানার সুপার আরিফুজামান হিলালী (৫৮) চালের বস্তা গুলো নিয়ে লোহাগড়া বাজারে নিয়ে যান বিক্রির উদ্দেশ্যে কিন্তু সফল হতে পারেন নি গোপন সংবাদের ভিত্তিতে লোহাগডা থানা পুলিশ চালসহ ওই সুপারকে আটক করে।
আটকের পর এতিমখানার সুপার আরিফুজ্জামান হেলালী (৫৮) কে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন এর ভ্রাম্যমান আদালত হাজির করলে ভ্রাম্যমাণ আদালতে ওই সুপারকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এতিমখানার ওই সুপার জরিমানার টাকা দিয়ে এ যাত্রায় রক্ষা পান। উদ্ধারকৃত চাল এতিমদের কে ফেরত দেয়া হয়েছে।