আরিফুর রহমান, নলছিটি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ১০ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।
সোমবার (১২ জুলাই) বেলায় ১২ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ইউএনও রুম্পা সিকদার, রাজাপুর ইউএনও মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভােকেট এম আলম খান কামাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী সহ জেলা প্রশাসক কার্যালয়ের উর্ধতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন ভৈরবপাশা ইউনিয়নে মো. আবদুল হক, মগড় ইউনিয়নে মো. এনামুল হক শাহিন, কুলকাঠি ইউনিয়নে এইচএম, আখতারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়নে মো. শাহজাহান হাওলাদার, সুবিদপুর ইউনিয়নে মো. আব্দুল গফ্ফার খান, কুশংঙ্গল ইউনিয়নে মো. আলমগীর হোসেন সিকদার, সিদ্ধকাঠি ইউনিয়নে কাজী জেসমিন ওবায়েদ, দপদপিয়া ইউনিয়নে মো. সোহরাব হোসেন বাবুল মৃধা, নাচনমহল ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম সেলিম এবং মোল্লারহাট ইউনিয়নে অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান সেন্টু।