আরিফুর রহমান, নলছিটি।।
করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে ঝালকাঠির নলছিটিতে ৩৪ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই)সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে শুরু থেকেই মাঠে আছে উপজেলা প্রশাসন। সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে ।বৃহস্পতিবার (৮ জুলাই) লকডাউনের ৮ম দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিনিষেধ অমান্য করায় ৩৪ জনকে ৩ হাজার ৯৭০ টাকা জরিমানা করা হয়।