হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। চোটের কারণে একাদশে নেই তামিম ইকবাল, তবে ফিরেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান একাদশে ফিরেছেন, প্রায় দেড় বছর পর টাইগারদের সাদা জার্সিতে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে ছাড়াই মাঠে নেমেছে জিম্বাবুয়ে, করোনা প্রটোকল ভেঙে পরিবারের সাথে দেখা করেন এই দুই ক্রিকেটার।
জিম্বাবুয়ের হয়ে টেস্টে অভিষেক হয়েছে তাকুদজওয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্সের, দলের সেরা দুই পারফর্মার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে ছাড়া মাঠে নামলেও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সাফল্য ধরে রাখতে চায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের একাদশঃ
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
জিম্বাবুয়ের একাদশঃ
রেজিস চাকাভা, রয় কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, টিমোসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।