দেশের করোনাভাইরাস পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রম নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং করার কথা ছিল। তবে সেটি অনিবার্যকারণ বশত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় জানানো হয়েছে, আজ ৬ জুলাই বেলা ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠেয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মিডিয়া ব্রিফিং অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।
ব্রিফিংয়ের পরবর্তী তারিখ ও সময় পরে জানানো হবে।