আবদুল হান্নান, ভোলা:
দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১জুলাই থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ বা ‘লকডাউন’ ঘোষণা করে।
করোনায় এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভোলা সদর উপজেলার ইলিশাঘাটে কোস্টগার্ডের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কোস্টগার্ডের জোনাল কমান্ডার দক্ষিণ জোন ক্যাপ্টেন এম মনজুর-উল-করিম চৌধুরীর
পরিচালনায় ইলিশাঘাটের বিভিন্ন জায়গায় কোস্টগার্ডের অভিযান তদরাকি করা হয়।
এম মনজুর-উল-করিম চৌধুরী জানায়,
, বাংলাদেশের কোভিড ১৯ বিস্তার রোধে সরকারের বিভিন্ন গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশের অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি শুরু থেকে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছে।
আরো জানান, এই সমস্ত কর্মকান্ডের মধ্যে বিভিন্ন অবৈধ জলযান,অবৈধ পারাপার, এবং অবৈধ যানবাহন প্রতিরোধ ছাড়াও জনগণকে সচেতনমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছি।
এই সময় কোস্টগার্ডের পক্ষে থেকে মাস্ক বিতরণ, বিভিন্ন ব্যানার পেস্টার বিভিন্ন জায়গায় সচেতনতাবিষয়ক অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্যাপ্টেন তাওসান জামানসহ আরো উদ্ধর্তন কর্মকতারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরো জানান,
জনগণ ও অন্যান্য বাহিনীর সহায়তায় আমরা এই কর্মকাণ্ড আরও জোরালোভাবে বাস্তবায়নে সচেষ্ট থাকবো।