জসিম উদ্দীন,কলমাকান্দা ( নেত্রকোণা) প্রতিনিধি :
‘আগুন যখন লাগে তখন আমরা বাড়িতে পৌছালাম মাত্র । আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। সিধলী বাজার কাপড় পট্রিতে আমার স্বপ্নের দোকান ঘর । সেখানে আমার ব্যবসার সব টাকা ছিল। লকডাউন পড়ায় গতকাল দোকান বন্ধ থাকায়, রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
শনিবার ( ৩জুলাই ) দুপুরে সাংবাদিকদের কথাগুলো বলছিলেন কলমাকান্দা সিধলী বাজারের ব্যবসায়ী আবু ছালেখ, ও শান্ত মিয়া
শুক্রবার (২জুলাই ) রাত ৯টায় সিধলী বাজারের কাপড়পট্রি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় রাত ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা ব্যবসায়ী সহ এলাকাবাসী । এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আবু ছালেখ, শান্ত মিয়া দুই ব্যবসায়ীর স্বপ্ন।
সিধলী বাজারের কাপড়পট্রি মার্কেটে জীবনের শেষ সম্ভল দিয়ে গার্মেন্টস এর ব্যবসা দেন শান্ত মিয়া, ও আবু ছালেখ । ব্যবসা বাড়ানোর জন্য নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে ঋণ । তাদের কাছে এখনো দেনা টাকা পাবে অনেকেই । এর মধ্যে গতকাল শুক্রবারে লাগা আগুনে দোকানে থাকা আবু ছালেখের ৪ লক্ষ, শান্ত মিয়ার ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
শনিবার দুপুরে সিধলী বাজারে কাপড়পট্রি মার্কেটে সরেজমিনে ঘুরে দেখা যায়, মার্কেটটি র পাশেই রয়েছে, মনোহারী, ইলেক্ট্রনিক পণ্য, থান কাপড়, সহ বিভিন্ন সামগ্রীর দোকান।
এ ব্যাপার স্থানীয় চেয়ারম্যান রুবেল ভূইয়া বলেছেন, পিআইও অফিস থেকে তদন্ত রিপোর্ট হচ্ছে, রিপোর্ট দেখে উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবেন।