কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত কৃষক আব্দুল কারীর (৫৫) মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়েছে। আব্দুল কারী উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত ফজর রহমানের ছেলে।
মদন থানার ওসি ফেরদৌস আলম মমেক হাসপাতালে চিকিৎসাধীন কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানেই মৃতের ময়না তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। নিহতের ছেলে কাওসার মিয়ার পূর্বে দায়ের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। উত্তপ্ত পরিস্থিতি এড়ানোর জন্যে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে গত ২২ জুন (মঙ্গলবার) সকালে শিবপাশা গ্রামের আব্দুল কারী মিয়ার সাথে একই গ্রামের মৃত সুলতু মিয়ার ছেলে আবুল কালাম আজাদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এতে আব্দুল কারীসহ দুই পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আব্দুল কারীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে প্রেরণ করেন মদন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ওই রাতেই নিহতের ছেলে বাদী হয়ে আবুল কালাম আজাদসহ ৪০ জনকে আসামি করে এবং অপর পক্ষ আবুল কালাম আজাদ বাদী হয়ে আব্দুল কারীসহ ৩৬ জনকে আসামি করে থানায় পাল্টা-পাল্টি মামলা দয়ের করেন।