করোনাভাইরাস প্রতিরোধে মর্ডানা ও সিনোফার্মের মোট ৪৫ লাখ ডোজ টিকা এসেছে দেশে। এর মধ্যে মর্ডানার ২৫ লাখ ডোজ টিকা আর সিনোর্ফামের ২০ লাখ ডোজ টিকা।
গতকাল শুক্রবার দিবাগত রাতে প্রথম ফ্লাইটে মর্ডানা উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান আসে রাত সাড়ে ১১টায় (২৫ লাখ ডোজের অর্ধেক)। আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এর দ্বিতীয় ফ্লাইটে বাকি প্রায় অর্ধেক মর্ডানার টিকা।।
এদিকে, গতকাল রাত সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের প্রথম চালানের ১০ লাখ এবং আজ ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিশেষ দ্বিতীয় ফ্লাইটে আরও দশ লাখ (মোট ২০ লাখ) ডোজ টিকা এসেছে।