স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে। এমনকি আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসতে শুরু করবে।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার ১২ লাখ টিকা দেশে গ্রহণ শেষে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোফার্মার ১০ লাখ টিকাও পৌঁছাবে রাতে। আমরা সেটাও গ্রহণ করব। পরের দিন অর্থাৎ শনিবার (৩ জুলাই) মর্ডানার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে ৮টায় দেশে পৌঁছাবে। এদিন ভোর ৫টায় সিনোফার্মার বাকি ১০ লাখ টিকা দেশে আসবে। অর্থাৎ দু’দিনে মর্ডানা ও সিনোফার্মার এ দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টিকা পেয়ে যাব।
বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।