নলছিটি প্রতিনিধি:
লকডাউনের দ্বিতীয় দিনে ঝালকাঠির নলছিটিতে সরকারি নির্দেশনা অমান্য করায় চার দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন।
সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন জানায়,করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সরকারি নির্দেশনা অমান্য করে চায়ের দোকানে খোলা রেখে আড্ডা দেওয়ায় চার দোকানের মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান,লকডাউন প্রতিপালনে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।