আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠিতে করোনা শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যা এই জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ জন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে মোট ১০৩ জনের করোনা পজিটিভ এসেছে । জেলায় এ পর্যন্ত ৬৯৪৮জনের নমুনা পরীক্ষায় ১৮৫৩ জনের পজিটিভ ও ৪৭৫৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে যার মধ্যে ১৩৬৮জন সুস্থ্য হয়েছে ।
একইদিনে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুর মোহাম্মাদ(৭০) মৃত্যু রবণ করেছে।