মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া থানাধীন খড়লীয়া গ্রাম থেকে ৮৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবগত রাত সাড়ে ১২ টার দিকে মো: নুর ইসলাম (২৫) নামে ওই যুবক কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।আটককৃত মো: নুর ইসলাম নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর গ্রামের মো: সেলিম শেখের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়লিয়া গ্রামের জিকুর খা এর বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারী মো: নুর ইসলাম (২৫) কে ৮৬০ গ্রাম গাঁজাসহ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হন। এবং অপর এক মাদক ব্যবসায়ী মো: জিকুর খা (৩৫) পলাতক রয়েছে বলে জানা গেছে।পলাতক আসামী জিকুর খা কালিয়া উপজেলার মৃত তকব্বর খা এর ছেলে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্য এক আসামী জিকুর খা পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।