সাঈদ খোকনের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার বেলা ১১টায় রাজধানীর টিকাটুলির বয়েজ ক্লাব মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।
গতকাল রাজধানীতে সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেন, শেখ তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন আদালতের মাধ্যমে সাঈদ খোকন ও তার পরিবারের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।
এ বিষয়ে মেয়র তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিষয়ে আমি কোনো কথা বলব না। অন্য কোনো কথা থাকলে বলেন।’
এসময় তাপস বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। চলতি ঢাকায় তেমন কোনো জলাবদ্ধতা হয়নি। তবে কিছু সমস্যা আছে। যার কারণে পানি নামতে পারছে না। এখন আমারা জলাবদ্ধতা নিরসনে শনির আখড়ায় খাল খনন করেছি।