কে. এম.সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : যোহরের নামাজের জন্য নিজেকে তৈরি করেছিলেন কৃষক সুলতান মিয়া (৫০)। নামাজে পড়ার আগে নিজের মৎস্য খামারে নষ্ট বৈদ্যুতিক বাল্ব পরিবর্তন করতে যান তিনি। লাইনে বিদ্যুৎ ছিল না। এদিকে বাল্বের সুইচ দেয়া ছিল। হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসলে তিনি বৈদ্যুতিক শকে ছিটকে পড়ে যান।
রোববার দুপুর দেড়টার দিকে এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নে বাগবেড় গ্রামে। নিহত সুলতান মিয়া একই গ্রামের মৃত আ. রহিমের ছেলে। কৃষি কাজ ও গ্রামের বিভিন্ন হাটে ভ্রম্যামান কাপড়ের ব্যবসা করতেন তিনি।
সুলতান মিয়ার বৈদ্যুতিক শকের দৃশ্য দেখেন তার স্ত্রী। ডাক-চিৎকারে প্রতিবেশী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের দুই স্ত্রী মধ্যে একজন নরসিংদীতে রয়েছে জানাতে পেরেছি। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান তিনি।