কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতের সংস্পর্শে মাহাবুব (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পৌর শহরে বাগিচা পাড়ায় সাইদুল ইসলামের দু’তলা বাড়িতে কাজ করা সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এসময় হানিফ নামে নিহতের এক হেলপার (সহকারি) আহত হয়েছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত রাজমিস্ত্রী মাহাবুব জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে। তিনি দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে আগাড় এলাকায় হাসান আলীর মেয়েকে বিয়ে করেন। বৈবাহিক সূত্রে এখানে বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করেন।
নিহত রাজমিস্ত্রীর সহকারি আহত হানিফ জানান, বাগিচাপাড়ায় সাইদুল ইসলামের দু’তলা বাসার কাজের জন্য আমি নিচ থেকে দঁড়ি দিয়ে রড় বেঁধে দেই। ছাদ থেকে ওস্তাদ মাহাবুব দঁড়ি টেনে সেই রড উপরে তুলেন। এভাবে রড তোলার সময় এক পর্যায়ে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সংষ্পর্শে লেগে যায়। এতে আমি বৈদ্যুতিক শক খেয়ে আহত হই।
আশপাশের লোকজন প্রথমে আমাকে উদ্ধার করে। ছাদে ওস্তাদের কোন সাড়া শব্দ না পেয়ে অন্যান্যরা ওপরে উঠে দেখে তিনি পড়ে রয়েছেন। পরে সকলে মিলে ওস্তাদ ও আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আমি সুস্থ হলেও ওস্তাদকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।