অবশেষে সব গুঞ্জনকে সত্য করে বার্সেলোনায় যোগ দিলেন নেদারল্যান্ডস ফুটবলার মেমফিস ডিপাই। দুই বছরের চুক্তিতে ফ্রি’তে কাতালান ক্লাবটিতে যোগ দিচ্ছেন এই ফরোয়ার্ড। মূলত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের পছন্দেই ডিপাইকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।
গতকাল শনিবার বার্সেলোনা এক বিবৃতিতে মেমফিস ডিপাইকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। গত সিজনে অলিম্পিক লিঁও’র হয়ে ৩৭ ম্যাচে ২০ গোল করেছিলেন তিনি। আগামী ১ জুলাই লিঁও’র সাথে চুক্তি শেষেই অফিসিয়াল ভাবে বার্সেলোনায় যোগ দিবেন তিনি। বার্সেলোনার সাথে তার চুক্তির মেয়াদ ২০২২-২৩ মৌসুম পর্যন্ত।
অলিম্পিক লিঁও’র আগে ডিপাই খেলেছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনে। মেমফিস ডিপাই বর্তমানে নেদারল্যান্ডসের হয়ে খেলছেন উয়েফা ইউরো চ্যাম্পিয়নশীপ, দুই ম্যাচে করেছেন এক গোল। নেদারল্যান্ডসের জার্সি গায়ে ৬৬ ম্যাচে করেছেন ২৭ গোল।
ডিপাইয়ের আগে বার্সেলোনা ফ্রি’তে দলে ভিড়িয়েছে আরো দুই ফুটবলারকে। ম্যানচেস্টার সিটি থেকে সার্জিও আগুয়েরো ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে। এছাড়া ব্রাজিলিয়ান এমারসনকে ৯ মিলিয়নের বিনিময়ে দলে টানে বার্সেলোনা।