নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন দুর্যোগ সহনীয় ঘর বিতরণের কার্যক্রম।
২০ জুন রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে, মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপের এ কার্যক্রম উদ্বোধন করেন।
প্রথম ধাপে টাঙ্গাইলের নাগরপুরে গৃহহীনদের দেয়া হয়েছিল ৩০টি ঘর আজ দ্বিতীয় ধাপে দেয়া হলো আরো ৫০ টি ঘর। চলমান এ কর্মসূচীর আওতায়, প্রতিটি গৃহহীন পাবে মাথাগোঁজার ঠাঁই।
মুজিব বর্ষে ২য় ধাপে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১১৩০টি ভূমি ও গৃহহীন পরিবার সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ পেয়েছেন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত -ই জাহান।
ঘর পেয়ে গৃহহীনরা, বাঁধ ভাঙ্গা আনন্দে অনেকেই অশ্রু সিক্ত হয়ে পড়ে। সকলে সমস্বরে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তারিন মাসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।